আগামী ৩ মাস পেঁয়াজ আমদানি বন্ধের দাবি

নাটোরে ঈদের পর কেজিতে পেঁয়াজের দাম ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেলেও সরকার নির্ধারিত প্রতি কেজিতে ৪০ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকের। ন্যায্য মূল্য নিশ্চিতে বিদেশ থেকে ৩ মাস পেঁয়াজ আমদানি বন্ধের দাবি স্থানীয় কৃষি বিভাগের।

জেলার পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হয়। মঙ্গলবার নাটোরের বৃহত্তম পেঁয়াজের হাট নলডাঙ্গায় প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয় ৩৪ থেকে ৩৫ টাকায়। সরকার নির্ধারিত প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা এখনো কৃষকরা পাচ্ছেন না। চলতি বছর বীজ ও চারার অতিরিক্ত দাম থাকায় বর্তমান দামে লোকসান গুনছেন বলে দাবি কৃষকদের।

জাকির হোসেন নামে এক কৃষক জানান, ঈদের আগে বিক্রি করেছি ৩০-৩২ টাকা। এখন বিক্রি করছি ৩৫ টাকায়। কিন্তু সরকার দাম নির্ধারণ করে দিয়েছে ৪০ টাকা। কেজিতে ৫-৬ টাকা লোকসানে পেয়ার বিক্রি করছি।

গত দু’বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায় এবার জেলায় পেঁয়াজের উৎপাদন বেশি হয়েছে। গতবছর জেলায় ৬২ হাজার মেট্রিক টন হলেও এবার পেঁয়াজ উৎপাদন হয়েছে প্রায় ৮০ হাজার মেট্রিক টন।