আজিমপুরে সন্ত্রাসী-পুলিশ গোলাগুলি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে একজন নিহত ও পাঁচ পুলিশসহ মোট ৬ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

লালবাগ জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের একজন নারী। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। ওই নারীকে ও আহত পুলিশ সদস্যদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল লাবলু, রামচন্দ্র বিশ্বাস, শাজাহান, জহিরুদ্দিন, মাহাতাব। এদের মধ্যে তিনজন বোমা বিস্ফোরণে আহত হন। অপর দুজন চাপাতির অাঘাতে জখম হয়েছেন।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মারুফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের কাছে একটি ছয়তলা ভবনে অভিযান চালায়। ভবনটির দ্বিতীয় তলায় অবস্থানরত সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়।

মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন কোরেশিসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।