আট ডিবি পুলিশ সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুল থানা এলাকার নিউ ওয়েভ ক্লাবে র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান। তবে বরখাস্তকৃতদের নাম জানাননি তিনি।

গত মঙ্গলবার রাতে কাফরুলের ইব্রাহিমপুরে ওই ক্লাবে ডিবি পুলিশের সদস্যরা র‌্যাব পরিচয়ে সেখান থেকে ছিনতাই ও চাঁদাবাজি করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই রাতেই ১১ জনকে আটক করে কাফরুল থানা পুলিশ। এদের মধ্যে ডিবির একজন সহকারী কমিশনার ছিলেন। বিষয়টি গণমাধ্যমে এলে আজ বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন- পুলিশ সদর দপ্তরের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায়, পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ ও গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জামিল আহমেদ ।

মাসুদুর রহমান বলেন, তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে।

ওই রাতে নিউ ওয়েভ ক্লাবে কী ঘটেছিল তা বলতে রাজি হননি মাসুদুর রহমান।

এ বিষয়ে জানতে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেনের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব  হয়নি।