আনোয়ারায় মন্দিরে চুরির ঘটনায় ২ জন গ্রেপ্তার

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামের আনোয়ারায় মন্দির চুরির ঘটনায় ২ পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মে) রাতে আনোয়ারা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। পরে তাদের স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে মন্দির থেকে চুরিকৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র মো. হাসান (৩৫) ও শোলকাটা গ্রামের মৃত আবুল কালামের পুত্র মো. মনির (২৩)। গ্রেপ্তারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আনোয়ারা থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন মন্দিরে চুরির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. হাসান ও মো. মনির নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে শোলকাটা-তৈলারদ্বীপ সড়কের পাশে ঝুপটি থেকে আনোয়ারা সদর ইউনিয়নের ধানপুরা এলাকায় কালী মন্দির ও শীতলা মন্দির চুরি হওয়া মালামাল।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) ওমর ফারুক জানান, চোর এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।