আন্তর্জাতিক নারী দিবসে দেশের শ্রেষ্ঠ নারী শিক্ষকা চরফ্যাশনের তাছলিমা

মোঃ আলাউদ্দিন ঘরামীঃ জেলা’র চরফ্যাশন উপজেলা’র সরকারি ট্যাপন্যাল ব্যারেট (টিবি)মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা তাছলিমা বেগম আন্তর্জাতিক নারী দিবস ২০২২ ইং,দেশের শ্রেষ্ঠ নারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে এ দিবস পালিত হয়।সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এ দিবস উদযাপন  করে থাকেন।বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ এক এক প্রকার হয়।কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়,আবার কোথাও মহিলাদের আর্থিক,রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশ গুরুত্ব পায়।এবার নারী ও পুরুষসহ সব ধরনের লৈঙ্গিক পরিচয়ের মানুষের মধ্যে সমতা ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার প্রত্যয় নিয়ে পালন হল আন্তর্জাতিক নারী দিবস।
এবার আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলঃ        “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ “।আজ মঙ্গলবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দেশের শ্রেষ্ঠ নারী শিক্ষিকা হিসেবে তাঁকে ঘোষনা করেন।দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন বিপ্লবের সহধর্মিণী তাছলিমা বেগম ইতিপূর্বে মাধ্যমিক শিক্ষা মন্ত্রনালয়ের ICT ”র প্রোগ্রাম ” এটুআই ” এর শ্রেষ্ঠ প্রোগ্রামার হিসেবে একাধিকবার পুরস্কার গ্রহন করেছেন।তিনি বলেন,দেশের শ্রেষ্ঠ নারী শিক্ষকা হিসেবে আমাকে যারা নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।