আপাতত তার পায়ে বড় কোনো সমস্যা নেই

ক্রীড়া প্রতিবেদক : দুই পায়ে সাত অস্ত্রোপচার, তবুও দাপটের সঙ্গে মাঠ মাতিয়ে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। মিরপুরে গতকাল হঠাৎ আবারও ইনজুরি ভয়।
নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে পপিং ক্রিজে পিছলে পরে যান মাশরাফি। মাঠেই হালকা চিকিৎসা নিয়ে ওই স্পেলে আরো ১ ওভার বল করেন নড়াইল এক্সপ্রেস। ১১তম ওভারে দ্বিতীয় স্পেল শুরু। প্রথম দুই স্পেলে ৬ ওভারে ২ মেডেনসহ ১৫ রানে নেন ১ উইকেট। এক কথায় অসাধারণ বলতেই হবে।
ওই ওভারের পর মাঠ ছেড়ে সাকিবের হাতে দলের দায়িত্ব দিয়ে যান। এরপর ২৬তম ওভারে মাঠে ফিরে শততম জয়টা উপভোগ করেই মাঠ ছাড়েন বাংলাদেশের অন্যতম সফল এই অধিনায়ক।
ম্যাচ শেষে মাশরাফি জানান, আপাতত তার পায়ে বড় কোনো সমস্যা নেই। সামান্য ব্যথা আছে, যেটা বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। মাশরাফির ভাষ্য, ‘সকাল থেকেই কেমন যেন লাগছিল। ইনজুরি নিয়ে ভয় ভয় লাগছিল সকাল থেকে। যে ব্যথাটা আছে ঠিক হয়ে যাবে। একটু সোয়েলিং হয়েছে। আশা করি বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।’