আফগানিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তত ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ হামলায় আরো ৬০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজে এ হামলার ঘটনা ঘটে।তালেবান এ হামলার দায় স্বীকার করেছে।

এক বিবৃতিতে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমে প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। এরপরই বিপুল সংখ্যক হামলাকারী গুলি ছুঁড়তে শুরু করে।

এতে আরো বলা হয়েছে, ‘এই মূহুর্তে ক্রাইসিস রেসপন্স ইউনিট এলাকাটি সিল করে দিয়েছে এবং সন্ত্রাসীদের শেষ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

গারদেজের স্বাস্থ্য বিভাগের পরিচালক হেদায়েতুল্লাহ হামিদি বলেছেন, ‘কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী, শিক্ষার্থী ও পুলিশ সদস্য রয়েছে।’

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রশিক্ষণ কেন্দ্রের আঙ্গিনায় দুটি গাড়িবোমার বিস্ফোরণ করা হয়েছে। ওই এলাকাতে পুলিশ বিভাগের প্রাদেশিক সদর দপ্তর, সীমান্ত পুলিশ ও আফগান সেনাবাহিনীর দপ্তর ছিল।