আফগানিস্তানে ঈদের জামাতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য আফগান প্রেসিডেন্ট প্রাসাদে দেশটির শীর্ষ কর্মকর্তারা জড়ো হয়েছিলেন। নামাজ চলাকালীন সময়েই প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আঘাত করে রকেট।

আফগানিস্তানের কর্মকর্তা এবং গণমাধ্যমের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে আল জাজিরা।

প্যালেসের প্রাঙ্গণে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছিল। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানিও অংশ নেন এতে। বিস্ফোরণের শব্দ পেলেও নামাজ চালিয়ে যান তারা। পরে বাইরের এক পোডিয়াম থেকে ভাষণ দেন ঘানি।

তবে কারা এঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও সন্দেহের তীর তালেবানের দিকে।

তালেবান দাবি করছে দেশটির দুইশ জেলা এখন তাদের নিয়ন্ত্রণে। এদিকে, কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে অনুষ্ঠিত দু’দিনব্যাপী শান্তি আলোচনায় হতাশা প্রকাশ করেছে কাবুল। আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট সরওয়ার দানিশ বলেছেন, দোহা বৈঠক থেকে সুস্পষ্ট কোনো ফল বেরিয়ে আসেনি। তবে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে দুই পক্ষ।