আফগানিস্তানে ড্রোন হামলায় “আইএস-কে’র পরিকল্পনাকারী নিহত”

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় একটি স্থানে ড্রোন হামলা চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় একটি শাখার এক জন পরিকল্পনাকারীকে হত্যার করেছে মার্কিন সেনাবাহিনী। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে—আফগানিস্তানের নানগাহার প্রদেশে অবস্থানরত আইএস-কে গোষ্ঠীর এক জন ‘পরিকল্পনাকারীকে’ লক্ষ্য করে ছিল এই অভিযানটি। আইএস-কে বা আফগানিস্তানের খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট মূলত আইএসের একটি শাখা। তাদের প্রাথমিক তথ্য বলছে, নানগাহারে যে ব্যক্তিকে লক্ষ্য করে ড্রোন হামলাটি করা হয়েছে, তার মৃত্যু হয়েছে। এবং ওই হামলায় কোনো বেসামরিক ব্যক্তি নিহত হয়নি বলেও দাবি করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে আইএস-কে জানিয়েছিল, তারা কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার আত্মঘাতী হামলা চালিয়েছে। ওই হামলায় ১৭০ ব্যক্তি নিহত হয়। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনাও ছিলেন।

তালেবান এ মাসের শুরুর দিকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটির রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গণ-উদ্ধার তৎপরতা বা লোকজন সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।