আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে ৩২ জন নিহত, আহত অন্তত ৪৫ জন

আফগানিস্তানের কান্দাহার শহরে শিয়া সম্প্রদায়ের বিবি ফাতিমা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত ও অন্তত ৪৫ জন আহত হয়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়। তবে এটিকে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনাস্থলে তালেবান স্পেশাল ফোর্স মোতায়েন করেছে। তারা আহতদের জীবন বাঁচাতে মানুষকে রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আফগানিস্তানে বিবিসির সংবাদদাতা সেকান্দার কিরমানি জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের স্থানীয় গ্রুপ আইএস-কে এই হামলার পেছনে দায়ী বলে সন্দেহ করা হচ্ছে।