আবর্জনার স্তূপ ধসে শ্রীলঙ্কায় শিশুসহ ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় আবর্জনার স্তূপ ধসে বাড়ির ওপর পড়ায় চার শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন।

আবর্জনার স্তূপের কিনারে থাকা ৪০টি বাড়ি এই ধসে ধ্বংস হয়েছে। ১১ বছরের মধ্যে বয়সের চার শিশুসহ ১৬ জন এ ঘটনায় নিহত হয়েছে।

বিবিসি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

শ্রীলঙ্কার রাজধীন কলম্বোয় এই আবর্জনার স্তূপ নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে এবং তাদের দাবি, দ্রুত এ স্থান পরিবর্তন করা হোক।

গণমাধ্যমে বলা হয়েছে, কলম্বোর মিথোটামুল্লা আবর্জনার স্তূপে প্রতিদিন ৮০০ টন আবজর্না যুক্ত হয়। আবর্জনা ফেলার এ স্থান পরিবর্তন করার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু তার আগেই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে গেল।

স্থানীয় বাসিন্দা কুলারাথনা রয়টার্সকে বলেছেন, ‘আমরা বিকট শব্দ শুনতে পাই। এটি বজ্রপাতের মতো ছিল।’ তিনি আরো বলেন, ‘আমাদের ঘরের চালার টালি গুঁড়িয়ে যায়। ময়লা কালো পানি ঢুকতে থাকে ঘরে।’

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আবর্জনার ধসে চাপা পড়া ২০ জন এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনী।

উল্লেখ্য, গত মাসে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এ ধরনের আবর্জনার স্তূপ ধসে ১১৩ জন  মারা যায়।