আবারও ধাক্কার মুখে টোকিয়ো অলিম্পিক্স

টোকিয়ো অলিম্পিক্স শুরু হতে আর বাকি ৪৯ দিন। সম্প্রতি আরও একটি সমস্যা সামনে এসেছে, যা চিন্তায় ফেলে দিয়েছে আয়োজকদের।
অলিম্পিক্সের জন্য প্রতি বারই বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকের দরকার হয়।

গোটা বিশ্ব থেকে নির্দিষ্ট বয়সসীমার মানুষের কাছে আবেদন করা হয়। টোকিয়োও তার ব্যতিক্রম নয়। কিন্তু এবারের অলিম্পিক্স অন্যরকম। করোনায় আক্রান্ত হওয়ার ভয় রয়েছে। তাই অনেকেই স্বেচ্ছাসেবক হতে চাইছেন না।

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে, ৮০ হাজারের মধ্যে স্বেচ্ছাসেবক হতে রাজি হচ্ছেন না ১০ হাজার।

আয়োজকরা মুখে স্বীকার করছেন না। তবে সূত্রের খবর, ক্রীড়াবিদদের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা নেই বলে স্বেচ্ছাসেবকদের টিকা দেওয়া হবে না, এই নীতি অনেকেই মানতে পারছেন না। তাই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। আবার অনেকের ধারণা, কাজের যে সময়ের কথা বলা হয়েছে তা তাঁরা সইতে পারবেন না। তবে আয়োজকরা দৃঢ়প্রতিজ্ঞ। তারা জানিয়েছে, এই ঘটনা গেমস আয়োজনে কোনও প্রভাব ফেলবে না।