আমতলী রিপোর্টার্স ইউনিটি’র কার্যকরী কমিটির অভিষেক ও সুহৃদ বনভোজন

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী রিপোর্টার্স ইউনিটি’র নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও সুহৃদ বনভোজন সাগরকণ্যা কুয়াকাটায় হোটেল মোহনা ইন্টারন্যাশনাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আমতলী রিপোর্টার্স ইউনিটি’র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক খান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজের সঞ্চালনায় অভিষেক ও সুহৃদ বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলী সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মোঃ আক্কাচ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, বোরহান আহমেদ মাসুম তালুকদার, হারুন অর রশিদ. ওসি আবুল বাশার, জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য শাহিনুর তালকদার, আবুল বাশার নয়ন, এ্যাড. আরিফ উল হাসান, নাসির উদ্দিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. সঞ্জিব দাস, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ।

বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি জাফর হাওলাদার, হাফিজুর রহমান, কমিউনিটি পুলিশিং আমতলী উপজেলা সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম তালুকদার, চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আহুরুজ্জামান আলমাস খান, ঢাকা আইজীবী সমিতির সাবেক লাইব্রেরী বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ মনিরুজ্জামান মনির, এনএসএস নির্বাহী পরিচালক এ্যাড. শাহাবুদ্দিন পান্না, কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ, রিপোর্টাস ইউনিটি সভাপতি হারুন অর রশিদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাংবাদিক এ্যাড. এম ইসহাক বাচ্চু, তালুকদার মোঃ কামাল, জিয়া উদ্দিন সিদ্দিকী, একেএম খায়রুল বাশার বুলবুল, সাইফুল্লাহ নাসির, ইউসুফ আলী, সৈয়দ নুহুউল আলম নবীন, হানিফ মিয়া, শাহআলী, জুলহাস মিয়া, মিজানুর রহমান নাদিমসহ অন্যান্য অতিথি বৃন্দ প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানের শুরুতেই আমতলী রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেয়া ও সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য ২৮ জন সম্মানিত ব্যাক্তিবর্গের হাতে সম্মাননা স্বারক ও শুভেচ্ছা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়।