আরো ১০০ কোটি টাকা পরিশোধ করল সিটিসেল

নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে দ্বিতীয় দফায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পাওনার ১০০ কোটি টাকা পরিশোধ করেছে মোবাইল অপারেটর সিটিসেল।

বৃহস্পতিবার তারা এ অর্থ জমা দিয়েছে বলে জানান বিটিআরসির সচিব সরোয়ার আলম। এর আগে প্রথম কিস্তিতে নির্ধারিত ৩১৮ কোটি ৪২ লাখ টাকার মধ্যে ১৩০ কোটি টাকা পরিশোধ করে সিটিসেল।

কয়েক দফা তাগাদা ও নোটিশের পরও বকেয়া পরিশোধ না করায় গত ২১ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয় বিটিআরসি। দেনা পরিশোধের প্রতিশ্রুতিতে আদালতের নির্দেশে ১৭ দিন পর সিটিসেলের সংযোগ ফিরিয়ে দেওয়া হয়।

তবে আপিল বিভাগের আদেশে বলা হয়, আগামী ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেল বকেয়ার ১০০ কোটি টাকা পরিশোধ না করলে আবারও তরঙ্গ বন্ধ করে দিতে পারবে বিটিআরসি। ওই আদেশ মেনে সময় শেষ হওয়ার দুদিন আগে বৃহস্পতিবার ১০০ কোটি টাকা পরিশোধ করল সিটিসেল।