আলাদা হয়ে গেছে ফিফা ও ব্যালন ডি’অর পুরস্কার

ক্রীড়া ডেস্ক : আলাদা হয়ে গেছে ফিফা ও ব্যালন ডি’অর পুরস্কার। এখন ফিফা কর্তৃক প্রদত্ত পুরস্কারের নাম ফিফা বর্ষসেরা খেলোয়াড়।

আগামী ৯ জানুয়ারি জুরিখের আলো ঝলমলে মঞ্চে তুলে দেওয়া হবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

এই পুরস্কারের জন্য ইতিমধ্যে ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় কে কে রয়েছেন-

১. সার্জিও আগুয়েরো (আর্জেন্টিনা/ম্যানসিটি)
২. গ্যারেথ বেল (ওয়েলস/রিয়াল মাদ্রিদ)
৩. জিয়ানলুইজি বুফন (ইতালি/জুভেন্টাস)
৪. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ)
৫. কেভিন ডি ব্রুইনি (বেলজিয়াম/ম্যানসিটি)
৬. অ্যান্তোনিও গ্রিয়েজমান (ফ্রান্স/অ্যাটলেটিকো মাদ্রিদ)
৭. জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন/ম্যানইউ)
৮. আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন/বার্সেলোনা)
৯. এ’গোলো কান্তে (ফ্রান্স/লেস্টার সিটি)
১০. টনি ক্রুস (জার্মানি/রিয়াল মাদ্রিদ)
১১. রবার্ত লেভানডোস্কি (পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ)
১২. রিয়াদ মাহারেজ (আলজেরিয়া/লেস্টার সিটি)
১৩. লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা)
১৪. লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
১৫. ম্যানুয়েল ন্যুয়ার (জার্মানি/বায়ার্ন)
১৬. নেইমার দ্য সিলভা (ব্রাজিল/বার্সেলোনা)
১৭. মেসুত ওজিল (জার্মানি/আর্সেনাল)
১৮. দিমিত্রি পায়েত (ফ্রান্স/ওয়েস্টহ্যাম)
১৯. পল পগবা (ফ্রান্স/ম্যানইউ)
২০. সার্জিও রামোস (স্পেন/রিয়াল মাদ্রিদ)
২১. আলেক্সিস সানচেজ (চিলি/আর্সেনাল)
২২. লুইস সুয়ারেজ (উরুগুয়ে/বার্সেলোনা)
২৩. জিমি ভার্ডি (ইংল্যান্ড/লেস্টারসিটি)।

২৩ জনের তালিকা থেকে সেরা তিনজনের তালকা ২ ডিসেম্বর শুক্রবার প্রকাশ করা হবে। সেখান থেকে নির্বাচন করা হবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়।

ফিফা বর্ষসেরা খেলোয়াড় (নারী ও পুরুষ), বর্ষসেরা কোচ (নারী ও পুরুষ) নির্বাচনে ভোট দেওয়ার পদ্ধতি ইতিমধ্যে শুরু হয়েছে। ভোট দেওয়া যাবে ২২ নভেম্বর পর্যন্ত। জাতীয় দলের প্রধান কোচ ও অধিনায়ক ভোট দিতে পারবেন। তাদের পাশাপাশি ভোট দেওয়ার সুযোগ পাবেন ফুটবল সমর্থক ও বিশ্বব্যাপী নির্বাচিত ২০০ জন মিডিয়া প্রতিনিধি।