আলোচনায় ‘হ্যান্ড অফ গড’

আন্তর্জাতিক ডেস্কঃ আর্জেন্টিনার তারকা খেলোয়ার ডিয়েগো ম্যারাডোনার কল্যাণে ইতিহাসে প্রথম আলোচনায় আসে ‘হ্যান্ড অফ গড’ বা ‘ঈশ্বরের হাত’ কথাটি। এবার নতুন করে আবারও আবির্ভাব হয়েছে এ ‘হ্যান্ড অফ গড’ বা ‘ঈশ্বরের হাত’এর কথাটি। করোনা মহামারি পরিস্থিতিতে ব্রাজিলে নতুন করে আলোচনায় এ কথাটি। করোনায় আক্রান্ত গুরুত্বর যারা আইসোলশনে আছেন তাদের জন্য ব্যবহৃত হচ্ছে এ ‘হ্যান্ড অব লাভ’। রোগীদের একাকীত্ব দূর করতে এ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। পানি ভর্তি মেডিকেল গ্লাভস ব্যবহার করে অসুস্থ রোগীদের দেয়া হচ্ছে মানব স্পর্শের অনুভূতি। সাও পাওলোর দুই নার্সের অভিনব এ উদ্যোগকে ‘হ্যান্ড অব লাভ’ও বলছেন অনেকে।

আইসোলেশনের মুহূর্তে রোগীদের মানব স্পর্শের অনুভূতি দিতে দারুণ উপায় বের করেছেন সাও পাওলোর দুই নার্স। অনেকটা ওয়াটার বেলুনের মতো এই হাতের নাম তারা দিয়েছেন ‘লিটল হ্যান্ডস অব লাভ’। যা ব্রাজিলজুড়ে পরিচিতি পেয়েছে আরেক ‘হ্যান্ড অব গড’ নামে। অবচেতনে থাকা রোগীদের ওপর পরীক্ষায় দেখা গেছে, পরিবার-পরিজন বিহীন মুহূর্তে কৃত্রিম এ হাতের ব্যবহারে মেলে তাৎক্ষণিক ফলাফল। কঠিন মুহূর্তে বন্ধুর মতো উষ্ণ হাতের স্পর্শে মানসিক তৃপ্তি অনুভব করে রোগী। এছাড়া রক্ত চলাচল স্বাভাবিক রাখতেও সহায়তা করে এই টেকনিক। অক্সিজেন লেভেল নিয়ে সঠিক তথ্য প্রদানেও ভূমিকা রাখে।