‘আশা করছি আমরাই জিতব’

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিততে বাংলাদেশকে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন ৩৩ রান করতে হবে। ২৮৬ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ২৫৩ রান করেছে বাংলাদেশ। ৫৯ রানে সাব্বির রহমান ও তাইজুল ইসলাম ১১ রানে ক্রিজে অপরাজিত আছেন।

জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে মনে করেন ম্যাচের পঞ্চম দিন ১০-১৫ ওভার ব্যাটিং করার সুযোগ পেলে জয় পাবে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আগামীকাল (সোমবার) আমরা যদি ১০-১৫ ওভার ব্যাটিং করতে পারি অবশ্যই ম্যাচ জয় সম্ভব। যতটা সম্ভব আমাদেরকে ক্রিজে সময় দিতে হবে। আমাদেরকে প্রথম ১০-১৫ বল বুঝে খেলতে হবে। তাদেরও উইকেট নিতে হবে। লক্ষ্য তাড়ায় আমাদের পুরো ৯০ ওভার আছে।’

তাইজুল ও সাব্বিরের উদ্দেশ্যে কোচের পরামর্শ, ‘তাইজুল যখন ক্রিজে যায় তখন ৪৬/৪৭ রানের প্রয়োজন ছিল। ৫ কিংবা ৬ ওভারে এ রান আমাদের পক্ষে নেওয়া সম্ভব ছিল না। ভালো লেগেছে যে জিনিসটি সেটা হল তারা দুজন ম্যাচটি পঞ্চম দিনে নিয়ে গেছে। এখন চ্যালেঞ্জটা তাদেরই। যত সম্ভব ব্যাটিং করা যায় ততই ভালো। আশা করছি আমরাই জিতব।’