আশুগঞ্জে ১’শ ৯ কেজি গাঁজাসহ তিন যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১’শ ৯ কেজি গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার আশুগঞ্জ গোল চত্বরের পাশে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কুষ্টিয়া জেলার মোহাম্মদ ইমরান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকার অর্ণব মুন্সি ও নোয়াখালীর মাইজদী এলাকার রুবেল।

আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতু আশুগঞ্জ টোলপ্লাজায় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সকাল আটটার দিকে একটি ট্রাকে তল্লাশি চালায় তারা।

তল্লাশির সময় ট্রাকে পাঁচটি বস্তায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা হবে। এসময় ট্রাকে থাকা ইমরান ও অর্ণব মুন্সীকে আটক করা হয়।

অপরদিকে সকাল দশটায় একই এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় প্রাইভেটকারের পেছনে ডালার নিচ থেকে ৪৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকার চালক রুবেলকে আটক করে পুলিশ।

তিনি আরো জানান, আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।