আশুলিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাচালকসহ রিকশায় থাকা মা ও মেয়ে নিহত

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিকশাচালকসহ রিকশায় থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন। রোববার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নবীনগরের নিরিবিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর থানার আউকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে রিকশাচালক জুয়েল রানা (২৫), নড়াইলের লোহাগড়া থানার দানাইদ গ্রামের আরোজ মোল্লার মেয়ে মালেকা বানু (২২) ও তার তিন বছরের মেয়ে ফাতেমা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভূঁইয়া জানান, সকালে গ্রামের বাড়ি যাওয়ার জন্য জুয়েলের রিকশা করে নবীনগর বাসের টিকিট কাউন্টারে যাচ্ছিলেন মালেকা ও মেয়ে ফাতেমা। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী কাবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে চালকসহ যাত্রীরা ছিটকে পড়ে ঘটনাস্থালেই নিহত হন মালেকা ও তার মেয়ে ফাতেমা। এ সময় গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। মরদেহগুলো উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।