আশুলিয়ার জিরাবো শিল্পাঞ্চলে তিন কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক, সাভার : আশুলিয়ার জিরাবো শিল্পাঞ্চলে তিনটি কারখানায় আগুন লেগে কারখানাগুলোর সব মালামাল পুড়ে গেছে। শুক্রবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এ প্লাস টুয়েন্টিওয়ান নিটওয়্যার নামের একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ধোঁয়া দেখে কারখানার লোকজন ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় এবং পার্শ্ববর্তী আরও দুটি কারখানায় আগুন ছড়িয়ে পড়লে সাভার, টঙ্গী ও উত্তরা থেকে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ শুরু করে।

পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে নেয়।

তদন্ত ছাড়া আগুন লাগার কারণ জানা সম্ভব নয় জানিয়ে উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, আগুনে কারখানাগুলোর সব মালামাল পুড়ে গেছে।