আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, সাভার : আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালে নিজ নিজ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

পাঁচদিন বন্ধ থাকার পর সোমবার খুলে দেওয়া হয়েছে আশুলিয়ার ৫৯টি পোশাক কারখানা। ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে আরো ৮ দিন কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকরা।

মঙ্গলবার সকালেও বিভিন্ন কারখানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। তবে গত কয়েকদিনের মতো আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যায়নি।

শিল্পাঞ্চল পুলিশ-১ (আশুলিয়া) পরিচালক (এসপি) মোস্তাফিজুর রহমান বলেন, শিল্পাঞ্চলে এক হাজার পুলিশ সদস্য এবং দুইশত র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে। সব কারখানায় উৎপাদন চলছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ডিজাইনার জিন্স নামের একটি কারখানা সুইং অপারেটর নাজমা আক্তার বলেন, ‘বর্তমান বাজারে চলা মুশকিল। ঘরভাড়া, চাল, বাজার এগুলো কেনার পর হাতে কোনো টাকা থাকে না। আমাদের যেন বেতনটা একটু বাড়ে সেজন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।’