আয়ারল্যান্ডের পথে ঘাট সেজেছে নবরূপে চেরি ফুল

বসন্তের যেন পূর্ণ যৌবন এখন আয়ারল্যান্ডে। সদ্য ফোটা সাদা চেরি ফুলের বাহারি সৌন্দর্যে আয়ারল্যান্ডের পথে ঘাট যেন সেজেছে নবরূপে। লকডাউনের মাঝে বসন্তের এই শুভ্রতায় জনমনেও এসেছে স্বস্তি।

চারদিকে নানা রঙের টিউলিপ, ঘাস ফুল, বনফুলে ছেয়ে গেছে এখানকার চারিধার। পথেঘাটে, বনে এ যেন সাদা, লাল, হলুদ রঙের ছড়াছড়ি। তবে সবচেয়ে বেশি চোখ জুড়ায় সদ্য ফোটা সাদা চেরি ফুলে।

সবুজের মাঝে পাঁচ পাপড়ির সাদা চেরির এ আবেগী চাহনিতে প্রকৃতিতে যে পরিবর্তন এসেছে, এতে করে করোনার হিংস্রতা একটু হলেও ভুলতে বসেছে আইরিশসহ এখানে বসবাসরত বাংলাদেশিরা।

এক প্রবাসী বাংলাদেশি বলেন, লকডাউনের কারণে মন খারাপ হয়ে যায়। কিন্তু যখনি দেখি চারদিকে সাদা চেরি ফুল তখন মনটা ভালো হয়ে যায়।

বসন্তের এ আলো ঝরা দিনে খেয়ালি বাতাসে টিউলিপগুলোও যেন হেসে অপেক্ষা করছে করোনামুক্ত নতুন দিনের।

সদ্য ফোটা সাদা চেরি ফুলের এই সৌন্দর্য যেন হেসে উঠেছে এখানের ওলি গলি। করোনার মাঝে এ যেন শুভ্র আলোর স্নিগ্ধতায় ভরা-প্রকৃতি পরিবর্তনের আলতো এক মিষ্টি পরশ।