ইউক্রেনকে রক্ষায় আগের সিদ্ধান্ত থেকে সরে এলো হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে চাইলেও এতদিন আপত্তি জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

কিন্তু পার্লামেন্টে এমপিদের দাবির মুখে যুক্তরাষ্ট্র তার আগের এ অবস্থান থেকে সরে এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর সিএনএনের।

রাশিয়ার বিমান হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছে বলে জানায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, পশ্চিমা মিত্ররা এখন চাইলে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সহায়তা করতে পারে, এ ব্যাপারে ওয়াশিংটনের আর কোনো আপত্তি নেই।

সম্প্রতি নেদাল্যান্ডস ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে চেয়েছিল। কিন্তু এসব বিমান কেনা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, তাই দেশটির অনুমোতি ছাড়া কিয়েভকে তা দেওয়া যাচ্ছিল না।