ইউক্রেনের সাবেক প্রেসিডেন্টসহ ২৪ জনের ওপর কানাডার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচসহ ২৪ জন ব্যক্তি এবং ১৭ সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা।

শনিবার তারা এই নিষেধাজ্ঞার বিষয়ে জানিয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এই খবর দিয়েছে ইয়েনি শাফাক।

খবরে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ছাড়াও ব্লগার ইউরি পোদোলিয়াকা এবং অস্বীকৃত দোনেৎস্ক ও খেরসন অঞ্চলের কর্মকর্তা, ড্যানিল বেজসোনভ এবং আলেকজান্ডার কুজমেনকো, ‘সাংস্কৃতিক বস্তু চুরি এবং ইউক্রেনীয় সংস্কৃতি ধ্বংসে’ অবদান রেখেছে বলে ইউক্রেনের অভিযোগ।

ক্রিমিয়া, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠান যেগুলো আন্তর্জাতিক আইনে ইউক্রেনীয় অঞ্চলের অধীনে থাকলেও রাশিয়ার দখলে রয়েছে সেগুলোও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।