ইউপিডিএফের সামরিক শাখার প্রধান আটক

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সামরিক শাখার প্রধান উজ্জল চাকমাসহ ছয় জনকে আটক করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন- উজ্জল চাকমা, রুপম চাকমা(২৫), রিণ ত্রিপুরা(৩৬), সমাপন দেওয়ান(২৮), বাবুল মারমা(১৯) ও সন্দ্বীপন চাকমা (২০)।

এদের গোপন আস্তানায় তল্লাশি করে একটি পিস্তল, একটি এলজি, একটি সিঙ্গেল বোর রাইফেল, একটি পয়েন্ট টুয়েন্টি টু বোর রাইফেল, সাতটি মোবাইল ফোন, নগদ ১৬ হাজার টাকা, একটি মোটরসাইকেলসহ বেশকিছু সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইউপিডিএফের একটি সশস্ত্র দল নাশকতার উদ্দেশ্যে খাগড়াছড়ির পেরাছড়া হেডম্যান পাড়া এলাকায় গোপন বৈঠক করছে। রোববার দুপুর ১২টার দিকে নিরাপত্তা বাহিনী সেখানে বিশেষ অভিযান চালায়।

অভিযান চালিয়ে উজ্জল চাকমাসহ ছয় জনকে আটক করা হলেও বৈঠকে অংশ নেওয়া আরো কয়েকজন পলিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।