ইএসএল কে ‘না’ বলে দিল সব ইংলিশ ক্লাব

বিতর্কিত ফুটবল টুর্নামেন্ট ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) থেকে এক এক করে সরে দাঁড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ছয়টি ক্লাব। তাই বিতর্কিত এই ফুটবল লিগটি শুরুতেই শেষ হয়ে যাবার শঙ্কা তৈরি হয়েছে।

গত ১৮ এপ্রিল, রোববার রাতে ইউরোপিয়ান সুপার লিগ নামক টুর্নামেন্ট করার ঘোষণা দেয়া হয় আনুষ্ঠানিকভাবে। জানানো হয়, ইউরোপের সেরা ১২টি ক্লাব নিয়ে হবে এই টুর্নামেন্ট। যেখানে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগেরই ছয়টি দল ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। এছাড়া বাকি ছয় দল হলো রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, জুভেন্তাস, ইন্টার মিলান ও এসি মিলান।

তবে টুর্নামেন্ট শুরুর ঘোষণা দেয়ার দুই দিনের মাথায় মঙ্গলবার রাতে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় ইংলিশ লিগের দল ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম। এই দুই দলের সরে দাঁড়ানোর ঘোষণার পর একে একে সরে দাঁড়ানোর কথা জানায় আরও চার ইংলিশ ক্লাব লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

যদিও চেলসি কোনো বিবৃতি দেয়নি। তবে বিবিসি, রয়টার্সের মতো ইংলিশ গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে ৬টি দলই সরে দাঁড়িয়েছে।