ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর আত্মজীবনীর হিন্দি ভাষায় সংস্করণের মোড়ক উন্মোচন

ডেস্ক রিপোর্ট : শনিবার দুপুরে নয়াদিল্লিতে হায়দরাবাদ হাউসের বলরুমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। দুই নেতার একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকের পর আনুষ্ঠানিক সম্মেলনের আগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর হিন্দি ভাষায় অনূদিত সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে।
দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই নেতা একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক করেন।
চারদিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শনিবার সকালে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। এরপর ভারতের তিন বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে।