ইন্দোনেশিয়ার গভর্নরের দুই বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় গত ৫০ বছরের ইতিহাসে আহক জাকার্তার প্রথম চীনা বংশোদ্ভূত গভর্নর। গত বছর  দ্বিতীয়বারের মতো গভর্নর হতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নেমেছিলেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ,  নির্বাচনী প্রচারণার সময় কুরআনের আয়াত ভুলভাবে উপস্থাপন করেছিলেন তিনি। এ ঘটনায় গত বছর কয়েক দফায় আহকের বিরুদ্ধে বিক্ষোভ হয় এবং পরে তা সহিংসতায় রুপ নেয়।

ধর্ম অবমাননা ও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নরের দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আহক নামেই বেশি পরিচিত বাসুকি তিজাহাজা পুরনামার বিরুদ্ধে মঙ্গলবার দক্ষিণ জাকার্তার আদালত এ রায় দিয়েছে।

মঙ্গলবার আহকের সর্বোচ্চ শাস্তি দাবি করে আদালতের বাইরে বিক্ষোভ করেছে মুসলিম সংগঠনগুলো। একই এলাকায় আহকের মুক্তি দাবি করে অবস্থান নিয়েছে তার সমর্থকরাও। আদালত পাড়ার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর ১৫ হাজার সদস্য মোতায়েন করেছে সরকার।

রায়ে আদালত বলেছে, ‘পুরনামা নিশ্চিতভাবে ধর্ম অবামাননা করেছেন।’