ইন্দোনেশিয়ায় একটি বিমান বিধ্বস্তে নিহত ১৩ জন

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন ১৩ জন।

দেশটির পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে রোববার সকালে হারকিউলিস সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়।

ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর এ বিমানে ১০ জন সেনাকর্মকর্তা এবং তিনজন পাইলট ছিলেন। তারা সবাই মারা গেছেন।

ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর প্রধান অগাস সুপরিয়াতনা বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মনে করছেন, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

তিমিকা থেকে ওয়ামেনায় খাদ্যসামগ্রী সরবরাহ করে নিয়ে যাচ্ছিল বিমানটি। গন্তব্যের কাছাকাছি পাহাড়ি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।

ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধারাভিযানের অপরাশেনাল ডিরেক্টর ইভান আহমদে রিসকি তিতুস জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার স্থান নিশ্চিত হয়েছে এবং মরদেহগুলো ওয়ামেনায় আনা হয়েছে।

স্থানীয় সময় রোববার ভোর ৫টা ৩৩ মিনিটে তিমিকা থেকে উড্ডয়ন করা বিমানটির সকাল ৬টা ১৩ মিনিটে ওয়ামেনায় অবতরণ করার কথা ছিল।

বিমান নিরাপত্তায় ইন্দোনেশিয়ার রেকর্ড ভালো নয়। ২০১৫ সালে বিমান বাহিনীর একটি বিমান উড্ডয়নের কিছু সময় পর মেদানে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। বিমানে ১২ ক্রু ও ১০৯ যাত্রী নিহত হন এবং বিধ্বস্ত হওয়ার স্থানে আবাসিক এলাকার ২২ জন নিহত হন।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।