ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ডে ৪১ বন্দির মৃত্যু

ইন্দোনেশিয়ার পশ্চিমে বেনটেন প্রদেশে একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪১ বন্দি মারা গেছে। আহত হয়েছেন ডজনেরও বেশি মানুষ।

বুধবার (৮ সেপ্টেম্বর) দেশটির সরকারের মুখপাত্র ও মিডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে টাঙ্গেরাং কারাগারে সি ব্লকে আগুন লাগে। রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের মুখপাত্র রিকা অপ্রিয়ন্তি বলেন, কর্তৃপক্ষ এখনো সেখানে কার্যক্রম অব্যাহত রেখেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

রিকা অপ্রিয়ন্তি বলেন, কারাগারের ওই ব্লকে মাদক সংক্রান্ত মামলার আসামিদের রাখা হতো। সেখানে ১২২ জন বন্দির ধারণক্ষমতা ছিল।

কিন্তু সেখানে কতজন বন্দি ছিল সে বিষয়ে রিকা অপ্রিয়ন্তি নিশ্চিত করেননি। কিন্তু আগুন ছড়িয়ে পড়ার পর সেখানে বন্দিদের অতি ভিড় লক্ষ্য করা গেছে।

অগ্নি নির্বাপন বিভাগের তদন্তকারীরা বলছেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে।