ইমরান খানের বাড়ি থেকে আরও ৬ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের লাহোরে জামান পার্কের বাসভবনে সন্ত্রাসী অবস্থান করছে বলে দাবি পাঞ্জাবের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রীর। সেখান থেকে পালানোর সময় ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতার করা ব্যক্তির সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার লাহোর ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) বিলাল সিদ্দিক কামিয়ানা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত চারজন সন্ত্রাসী আসকারি টাওয়ালে হামলায় জড়িত ছিল এবং আর দুজন লাহোরে কর্পস কমান্ডার হাউসে ভাঙচুর চালিয়েছে।

এর আগের দিন পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আমির মীর জানান, জামান পার্ক অঞ্চল থেকে পালানোর সময় আটজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আটক সন্ত্রাসীদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তারা গত ৯ মে লাহোরে কর্পস কমান্ডার হাউসে হামলায় জড়িত ছিল।

তবে ইমরান খান দাবি করেছেন, তার বাসভবন পুলিশ ঘিরে রেখেছে এবং তাকে যে কোনো সময় আবার গ্রেফতার করা হতে পারে।

গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আকস্মিকভাবে গ্রেফতার হন ইমরান খান। যদিও দুদিন পর জামিনে তিনি মুক্তি পেয়েছেন। তবে ইমরানের গ্রেফতার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। পিটিআইকর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এতে এখন পর্যন্ত ১০ জনের নিহত হয়েছেন।