ইয়াসের প্রভাবে উত্তাল সাগর, পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। পটুয়াখালীতে ঢেউয়ে ভেসে গেছে সাগরপাড়ে থাকা প্রায় অর্ধশতাধিক দোকান।

মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তী গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেজন্য পটুয়াখালীর পায়রা বন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে উপকূলের বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। সোমবার রাত থেকে উপকূলজুড়ে বইছে দমকা হাওয়া। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সাগর তীরে। সাগরপাড়ে থাকা ঢেউয়ের তোড়ে ভেসে গেছে কুয়াকাটার প্রায় অর্ধশতাধিক অস্থায়ী দোকান। যার মধ্যে বেশিরভাগ রয়েছে শুটকি, ঝিনুক, চায়ের দোকানসহ বিভিন্ন ধরনের প্রসাধনীর দোকান রয়েছে।

কুয়াকাটা টুরিস্ট পুলিশ সমুদ্রে কাউকে না নামার জন্য মাইকিং করে যাচ্ছে। গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা উপকূলে নিরাপদ আশ্রয়ে রয়েছে। জেলেরা জানিয়েছে, লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। প্রচণ্ড ঢেউয়ে সমুদ্রে টিকতে না পেরে তারা ট্রলার নিয়ে উপকূলে ফিরে এসেছে।