ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় ১৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। রোববার দেশটির উত্তরের আল-রাশাদ এলাকার একটি তল্লাশি চৌকিতে এই হামলা চালানো হয়।

দেশটির এক শীর্ষ পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, মধ্যরাতের কিছু সময় পর শহরের দক্ষিণে ওই হামলা চালানো হয়। তিনি বলেন, জিহাদি সদস্যরা প্রায়ই ইরাকের সেনাবাহিনী এবং পুলিশের ওপর হামলা চালাচ্ছে।

তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় পুলিশের একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে আইএসআইএসের সদস্যরা হামলা চালিয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে ১৩ জন নিহত হয়েছে এবং তিন জন আহত হয়েছেন।’

২০১৪ সালে ইরাকের বিস্তৃত অংশ দখল করে আইএস। ২০১৭ সালের শেষ নাগাদ ইরাক সরকার জানায়, তারা আইএসকে পরাজিত করেছে। তবে এরপরও ইরাকে আইএসের স্লিপার সেল রয়ে গেছে। তারা প্রায়ই ইরাকি সেনাবাহিনী ও পুলিশের ওপর হামলা চালিয়ে থাকে।