ইরানের সঙ্গে আর্থিক লেনদেন করতে সাত ইউরোপীয় দেশের কেন্দ্রীয় ব্যাংক রাজি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে আর্থিক লেনদেন করতে সাত ইউরোপীয় দেশের কেন্দ্রীয় ব্যাংক রাজি হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ। তার দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে বহির্বিশ্বের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাওয়ার লক্ষ্যে ইউরোপীয় দেশগুলো এই পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ছাড়া ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী বাকি পাঁচ দেশ ও ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি ইরানের সঙ্গে ব্যাংকিং চ্যানেলে আর্থিক লেনদেনের জন্য একটি বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে। সে কাজের অগ্রগতি সম্পর্কে জানাতে গিয়ে শুক্রবার নিউ ইয়র্কে জাওয়াদ জারিফ জানান, তাদের দেশের সঙ্গে এসব দেশের ব্যাংকগুলো লেনদেন করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে শুধু ইউরোপীয় দেশগুলোই নয় বরং বিশ্বের যেকোনো দেশ ইরানের সঙ্গে লেনদেন করতে পারবে। ইরানের কাছ থেকে তেল আমদানিকারকরা যেমন এই ব্যবস্থার মাধ্যমে তেহরানকে অর্থ সরবরাহ করতে পারবেন তেমনি ইরানে পণ্য রপ্তানিকারকরাও এই ব্যবস্থা ব্যবহার করে তেহরানের কাছ থেকে অর্থ গ্রহণ করতে সক্ষম হবেন। জাভেদ জারিফ বলেন, যেসব দেশ ও প্রতিষ্ঠান ডলারের মাধ্যমে লেনদেন করতে চায় তারা মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে এই ব্যবস্থার মাধ্যমে ইরানের সঙ্গে লেনদেন করতে পারবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেন। তবে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি পাঁচ জাতিগোষ্ঠী এ সমঝোতা বহাল রাখার প্রত্যয় ব্যক্ত করে।