ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরব যাচ্ছেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরব যাচ্ছেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, জেদ্দায় সৌদি আরবের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জ্বালানি সরবরাহ, মানবাধিকার, এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।

জেদ্দায় বাইডেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান যিনি এমবিএস নামে পরিচিত তার সঙ্গে বৈঠক করবেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ছিল, ২০১৮ সালে তুরস্কের কনস্যুলটে সাংবাদিক জামাল খাসোগি হত্যায় সরাসরি অনুমোদন দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

খাসোগী হত্যা নিয়ে বাইডেন সৌদি আরবকে জাতিচ্যুত করার হুমকি দিয়েছিলেন। কিন্তু রাশিয়া ইউক্রেন আক্রমণ করায় বিশ্ববাজারে জ্বালানির যে সংকট সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণে বাইডেন সৌদি আরবে সফর করতে একপ্রকার বাধ্য হচ্ছেন।