ইসির ওপর ছেড়ে দিয়ে বিএনপি সেই অপেক্ষায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : একাদশ নির্বাচন ‘গ্রহণযোগ্য’ করার উদ্যোগ-নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়ে বিএনপি সেই অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার কবরে পুস্পমাল্য অর্পণ করতে যান তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলোও বলেছে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন, সংসদ ভেঙে দেওয়া প্রয়োজন এবং সেনাবাহিনী নিয়োগ করা প্রয়োজন। আমরা আশা করি, সেই উদ্যোগ তারা (নির্বাচন কমিশন) গ্রহণ করবেন এবং সরকারও এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন।’ ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচনকালীন সরকার যদি না তৈরি হয়, পার্লামেন্ট যদি ভেঙে না দেওয়া হয়, নির্বাচনের সময়ে সেনাবাহিনী যদি নিয়োগ করা না হয়, সেই নির্বাচন কখনো অর্থবহ হবে না, সব দলের কাছে গ্রহণযোগ্য হবে না। আগের মতোই যে ক্রাইসিস, সেই ক্রাইসিস থেকেই যাবে।’ ‘সহায়ক সরকার ও সংসদ ভেঙে দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা নেওয়ার কিছু নেই’ বলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা গত দুইদিন আগে বলেছি, নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা-এটা আসলে লোক দেখানো আলোচনা, একটা আইওয়াশ। কারণ প্রথম থেকে তারা (নির্বাচন কমিশন) বলে আসছেন, তারা তাদের এখতিয়ারের বাইরে কোনো কাজ করতে পারবেন না।’ ‘এখতিয়ারের বাইরে কাজটা দুইটা। নির্বাচনকালীন সময়ে তাদের একটা নিরপেক্ষ সরকার দরকার। অন্যটা হচ্ছে, নির্বাচনের সময়ে পার্লামেন্ট ভেঙে দেওয়া অর্থাৎ বর্তমান সংসদ না রাখা। তারা এই দুইটাই যদি না পারেন তাহলে এই নির্বাচন কখনোই অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। যে কারণে আমি মনে করি, যেটা এটা নির্বাচন কমিশনের এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন যে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে তারা নির্বাচন পরিচালনা করবেন।’ একই সঙ্গে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করার দাবিও জানান ফখরুল। এ সময়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেলসহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সংগঠনটির নেতা মোরতাজুল করীম বাদরু, নুরুল ইসলাম নয়ন, মামুন আহমেদ, এসএম জাহাঙ্গীর, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহিন, শরীফ হোসেন, মোস্তফা কামাল রিয়াদ, শরীফ উদ্দিন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে বিকাল ৪টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটার অনুষ্ঠান এবং আগামী ১ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকালে আলোচনা সভা করবে যুবদল।