ইয়াবার চালান আসছে সাবমারসিবল পাইপে

পুলিশের চোখ ফাঁকি দিতে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান আসছে মাটির নিচ থেকে পানি তোলার কাজে ব্যবহার করার সাবমারসিবল পাইপে।

সাবমারসিবল পাইপ, যা মাটির নিচ থেকে পানি তোলার কাজে ব্যবহৃত হয়। ইয়াবা কারবারিদের নজর এবার এ পাইপে।

অভিনব কৌশলে পাইপের ভেতরে থরে থরে সাজিয়ে কক্সবাজার থেকে ইয়াবার চালান পাঠানো হচ্ছে ঢাকায়।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একের পর এক চালান আসছে ভয়ংকর এই মাদকটির। গোয়েন্দা পুলিশের অভিযানে সম্প্রতি চালানটি ধরা পড়ে। কক্সবাজার থেকে আসা চালানটির গন্তব্য ছিল ঢাকার যাত্রাবাড়ি। গ্রেফতার করা হয়েছে চার জনকে।

মাদক পরিবহনে কৌশল পরিবর্তন নতুন কোনো ঘটনা নয়। ৪০ টাকায় কেনা প্রতি পিস ইয়াবা রাজধানীতে আসার পর দাম হয়ে যায় ২৫০ থেকে ৩০০ টাকা। তাই রমরমা এ ইয়াবা বাণিজ্য টিকিয়ে রাখতে এবং চালান ক্রেতার কাছে পৌঁছে দিতে কারবারিদের চেষ্টার ত্রুটি থাকে না। একমাত্র গোয়েন্দা তথ্য থাকলেই ধরা পড়ে চালান।