ঈদুল আজহা উপলক্ষে বরিশাল মহানগর জুড়ে চলছে পশুর হাট স্থাপনের আগাম প্রস্তুতি

প্রতিবেদক বরিশাল : ঈদুল আজহা উপলক্ষে বরিশাল মহানগর জুড়ে চলছে পশুর হাট স্থাপনের আগাম প্রস্তুতি।

বৃহস্পতিবার বরিশাল সিটি করপোরেশন থেকে স্থায়ী ও অস্থায়ীসহ মোট ৯টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি স্থায়ী ও সাতটি অস্থায়ী।

বরিশাল সিটি করপোরেশনের নগর ভবনের হাট বাজার শাখার তত্ত্বাবধায়ক মো. নূরুল ইসলাম জানান, গত বছরের চেয়ে এ বছর নগরীতে বেড়েছে দুটি হাট। আগামী ৭ সেপ্টেম্বর থেকে হাটের কার্যক্রম শুরু হবে।

এ ছাড়া আজ থেকেই অনুমোদিত হাটের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, হাটের স্থানগুলো হলো নগরীর ২৪ নং ওয়ার্ডের রুপাতলীর মোল্লা বাড়ি মাদ্রাসা সংলগ্ন ও একই ওয়ার্ডের রূপাতলী বীর মুক্তিযোদ্ধা সড়ক, ২৫ নং ওয়ার্ডের উকিল বাড়িসংলগ্ন, আমানতগঞ্জ টিভি ক্লিনিক মাঠ, কাউনিয়া টেক্সটাইল বালুর মাঠ, নবগ্রাম রোডস্থ যুবক হাউজিং ও কালুশাহ সড়কের একটি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া স্থায়ী হাট বসছে নগরীর বাঘিয়া ও পোর্ট রোড এলাকায়।

এদিকে আজ হাটের অনুমোদন দিলেও গত কয়েক দিন ধরেই বরিশালে ওই সাতটি স্থানে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ইজারাদাররা।

এর মধ্যে গত বছরের মতো নগরীর ২৪ নং ওয়ার্ডের রূপাতলীর মোল্লা বাড়ি মাদ্রাসাসংলগ্ন অস্থায়ী হাটটি বৃহত্তর হাটে রূপান্তর করা হচ্ছে বলে বিসিসি সূত্রে জানা গেছে।