ঈদের দিনটি ধনী-গরিব সবাইকে এক কাতারে দাড় করায়ঃ রওশন এরশাদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার (১৩ মে) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন।’

রওশন এরশাদ বলেন, ‘ঈদের দিনটি ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের এক বড় পরিচয়ে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘গত বছরের মতো এবারও ঈদ উদযাপিত হতে যাচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে। করোনা মহামারি আমাদের ঈদ আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে। ঈদের আনন্দ কেবল একা ভোগের নয়, গরিব-দুখী মানুষকে তাতে শামিল করতে হয়। এটিও ইসলামের শিক্ষা।’

করোনায় যারা বিপাকে পড়েছেন, তাদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইসলাম শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের ওপর সর্বাধিক গুরুত্ব দেয়। দুঃখজনক হলেও সত্য রাজনৈতিক ও সামাজিক জীবনে আনন্দ ও সম্প্রীতির বড়ই অভাব।ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে পারলে তা হবে সবার জন্য কল্যাণকর।’