ঈশ্বরদীতে কলেজশিক্ষার্থী হত্যা, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

পাবনার ঈশ্বরদী কলেজ শিক্ষার্থী নাঈমুল ইসলাম হৃদয়কে অপহরণ করে হত্যার ঘটনায় আটককৃত আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বুধবার (১৫ ডিসেম্বর) বেলা চারটা থেকে সাড়ে পাচটা পর্যন্ত পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ কয়েক শতাধিক এলাকার নারী-পুরুষ, শিক্ষার্থীরা, গ্রামবাসী ঘণ্টাব্যাপী ক্ষ্টুয়া-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে।

সোমবার (১৩ এপ্রিল) রাত ১০ টার দিকে ক্ষ্টুয়া-পাবনা মহাসড়কের উপজেলা দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া একটি বাড়ির মেঝেতে পুতে রাখা ট্রাভেল ব্যাগের ভেতর হৃদয়ের ১০ টুকরো লাশ উদ্ধার করা হয়।

হৃদয় ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের চর-রূপপুর গ্রামের মজনু মোল্লার ছেলে। সে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রাণীবিদ্যা বিভাগের মাষ্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় আবুল হাসনাত মো: ইসমাইল ওরফে হাসান (৪২) নামের একজনকে আসামিকে আটক করা হয়। হাসান পাবনা সদর থানার পৈলানপুর সফেদাবাগান পাড়ার মৃত আব্দুল হামিদ মাস্টারের ছেলে।