উত্তরা ব্যাংকের ভেতরে অপ্রকৃতস্থ ব্যক্তি ধারালো কাঁচি দিয়ে পুলিশের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক : মতিঝিলে উত্তরা ব্যাংকের ভেতরে এমদাদুল হক নামের এক অপ্রকৃতস্থ ব্যক্তি ধারালো কাঁচি দিয়ে পুলিশের ওপর হামলা করেছে। এতে পুলিশসহ দু’জন আহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকেলে মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘ওই ব্যক্তিকে থানায় আনা হয়েছে। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বা পাগল। দুপুরে প্রকৃতির ডাকে সারা দিতে ব্যাংকের একটি টয়লেটে যান তিনি। দীর্ঘক্ষণ টয়লেটের ভেতর থাকা এবং বের না হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে তাকে বের করার চেষ্টা করা হলে সে সঙ্গে থাকা কাঁচি দিয়ে আঘাত করে।

ওসি জানান, এমদাদুলের বাড়ি আশুলিয়ায়। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে।

প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তার সঙ্গে একটি ব্যাগও পাওয়া গেছে। ব্যাগে বেশ কিছু টাকা আছে। ব্যাগের ভেতরই নিজের ব্যবহারের জন্য কাঁচিটি সে রেখেছিলো বলে ধারণা করা হচ্ছে।’

পুলিশ জানায়, দরজা ভাঙতে গেলে থানার ওসি (তদন্ত) গোলাম রব্বানীর ওপর চড়াও হন এমদাদ। তিনি ব্যাংকের এক নিরাপত্তা কর্মীকেও আঘাত করেন। ঘটনার কথা জানার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন।