উত্তর কোরিয়াকে পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান চীন

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়াকে পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে ঘনিষ্ঠ মিত্র চীন। রোববার ফিলিপাইনে আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই উত্তর কোরিয়ার মন্ত্রী রি ইয়ং হো এর কাছে এ সংক্রান্ত চীনের বার্তা পৌঁছে দিয়েছেন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের একদিন পর চীনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হলো।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর ওয়াং উই সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা প্রয়োজন ছিল। তবে এটা চূড়ান্ত সমাধান নয়। তিনি উত্তর কোরিয়ার সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংলাপের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘ নিরপত্তা পরিষদের প্রস্তাব পাস হওয়ার পর কোরীয় উপদ্বীপের পরিস্থিতি জটিলতার দিকে যাচ্ছে। মূল্যায়ন ও পদক্ষেপ নেওয়ার সময় আমরা প্রত্যেক পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি। আমরা একটি করব আরেকটি অবহেলা করব এমনা করতে পারব না। নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে তবে এটা চূড়ান্ত সমাধান নয়।’

ওয়াং উই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে উত্তেজনা না বাড়ানোর আহ্বানও জানিয়েছেন।