উলিপুরে যৌন নিপীড়নের চেষ্টা মামলায় অভিযুক্ত মুনসুর আলী গ্রেপ্তার 

কুড়িগ্রাম  প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এক বৃদ্ধাকে যৌন নিপীড়নের চেষ্টার মামলায় অভিযুক্ত মুনসুর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ চার মাস পর গত শুক্রবার (৩০ জুলাই) পুলিশ অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ কোট পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মুনসুর আলী ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সীমানা গুজিমারী গ্রামের মৃত মজা শেখের পুত্র।
জানা যায়, গত ২২মার্চ (সোমবার) ওই গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা নদীতে গোসল করতে যায়। এ সময় তাকে একা পেয়ে প্রতিবেশী চার সন্তানের জনক মুনসুর আলী (৬২) জোরপূর্বক জাপটে ধরে যৌন নিপীড়নের চেষ্টা চালান। পরে ওই বৃদ্ধা বাড়িতে এসে তার স্বামীসহ পরিবারের লোকজনকে ঘটনাটি খুলে বলেন।
এ ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন নির্যাতিতা বৃদ্ধার স্বামী নুরুল মুন্সি। ঘটনার এক সপ্তাহের মাথায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। নুরুল মুন্সির মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়। পরে উলিপুর থানা পুলিশ মুনসুর আলীর বিরুদ্ধে মামলা রুজু করেন।  এ ঘটনার পর মুনসুর আলী গা ঢাকা দেন। দীর্ঘ ৪ মাস পর মুনসুর আলীর অবস্থান শনাক্ত করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় উলিপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।