‘এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান অসম্ভব’

নির্বাচনের নামে দেশে তামাশা চলছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এর প্রতিবাদে ও ফলাফল বাতিলের দাবিতে সোমবার (১৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

টালবাহানা বাদ দিয়ে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

সোমবার বেলা ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে যোগ দেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। কর্মী-সমর্থকদের ভিড়ে রাস্তায় যানবাহন ও মানুষজনের চলাচলে সমস্যা দেখা দেয়।

মির্জা ফখরুল বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা প্রমাণ করতেই বিএনপি নির্বাচনে অংশ নেয়।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ৫ শতাংশের বেশি ভোট পড়েনি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।