একজনের অন্যায়ের দায় পুরো বাহিনীর ওপর বর্তায় না

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘একজনের অন্যায়ের দায় পুরো বাহিনীর ওপর বর্তায় না। শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’

মঙ্গলবার মগবাজারের শাহনূরী মডেল হাই স্কুলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৭ খুনের ঘটনায় র‌্যাবের কিছু হওয়ার নেই। কেননা, র‌্যাব তার নিজস্ব নিয়মে চলছে, চলবে। ওই ঘটনায় যেসব সদস্য জড়িত ছিল, তাদেরই শাস্তি হয়েছে। একই সঙ্গে সাত খুনের ঘটনায় যারা জড়িত র‌্যাব তাদের কোনোভাবেই সহযোগিতা করেনি বরং ধরিয়ে দিয়েছে। আর বাহিনীর মধ্যে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে শাস্তি ভোগ করতেই হবে।’

উল্লেখ্য, সোমবার নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় ২৬ জনের ফাঁসির রায় হয়। এদের মধ্যে র‌্যাবেরই ২৫ জন রয়েছে।