একটি চিহ্নিত গোষ্ঠী জঙ্গিদের মদদ দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি চিহ্নিত গোষ্ঠী জঙ্গিদের মদদ দিচ্ছে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ক্রীড়া পরিষদের ব্যানারে সব ক্রীড়া ফেডারেশনের আয়োজনে জঙ্গিবাদবিরোধী র‌্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাসির উদ্দীন বলেন, চিহ্নিত একটি গোষ্ঠীই এই জঙ্গিবাদে জড়িত। তারা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে পছন্দ করে না। দেশের উন্নয়ন দেখতে পারেন না। তারা শুধু উন্নয়নকে বাধা দিতে পারে।

জঙ্গিবাদের বিরুদ্ধে আজ জাতি ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘জাতি আজ বুঝতে পেরেছে শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার জিরো টলারেন্স রয়েছে। তাই আজ গোটা জাতি সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এর মাধ্যমে প্রমাণ করল বাঙালি জাতি কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদ চায় না।’

র‌্যালিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়সহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।