একদিনে ৫২২ রান!

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট মাঠে হরহামেশাই হচ্ছে অনেক রেকর্ড। তবে কিছু রেকর্ড সব সময় ক্রিকেটপ্রেমীদের মনের গভীরে জায়গা করে নেয়। যেমনটা লারার ৫০০ রান, অনিল কুম্বলের ইনিংসে ১০ উইকেট। এগুলো ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে রয়েছে বছরের পর বছর।

তেমনই এক রেকর্ড আজকের এই দিনে (৩০ জুন) করেছিল ক্রিকেটের ‘জন্মদাতা’ ইংল্যান্ড। ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনে ৫০৩ রান করেছিল ইংল্যান্ড। তাও আবার ক্রিকেটের তীর্থস্থান লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে একদিনে পাঁচশ বা এর বেশি রান করার রেকর্ড গড়ে ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় দিন মোট রান হয়েছিল ৫২২। ২ উইকেট হারিয়ে ৫০৩ রান করা ইংল্যান্ড ইনিংস ঘোষণা করার পর ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা যোগ করে আরো ১৯ রান।

ইংলিশদের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন টপ অর্ডার তিন ব্যাটসম্যান। ওপেনার স্যার জ্যাক হবস করেছিলেন সর্বোচ্চ ২১১ রান। আরেক ওপেনার হার্বাট স্টুলিফ করেন ১২২ রান। তিনে নামা ফ্রাঙ্ক উলের ব্যাট থেকে আসে ১৩৪ রান। ম্যাচটি ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ১৮ রানে।

১২ বছর পর, ১৯৩৬ সালে ইংল্যান্ড নিজেদের রেকর্ড নিজেরা ভাঙে। ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে একদিনে ৬ উইকেট হারিয়ে করে ৫৮৮ রান। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ৯ উইকেটে করেছিল ৫০৯ রান। এ ছাড়া ১৯৩৫ সালে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন ৫০৮ রান।