এক সপ্তাহ বাড়লো দিল্লির লকডাউন

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনার সংক্রমণে রোধে ভারতের রাজধানী দিল্লিতে আরও এক সপ্তাহ বাড়ানো হল লকডাউনের মেয়াদ। রবিবার (১৬ মে) রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লকডাউন বৃদ্ধির ঘোষণা দেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানায়, গত ১৯ এপ্রিল দিল্লিতে লকডাউনের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনায় দিল্লিতে রেকর্ড পরিমাণ রোগী শনাক্ত হওয়ায় এ পদক্ষেপ নেয় তার প্রশাসন। তবে লকডাউনে বন্ধ থাকবে না সরকারি অফিস, জরুরী সেবা, হাসপাতাল, ফার্মেসি, নিত্যপণ্যের দোকান প্রভৃতি।

এরপর গত ১ মে দ্বিতীয় দফায় আরও সাতদিনের জন্য লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। ৯ মে আরেক দফা লকডাউন বাড়ানোর ঘোষণা দেন তিনি, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামীকাল সোমবার।

কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগের দিন আবার বাড়ানোর ঘোষণা দিলেন তিনি। এই ঘোষণায় মুখ্যমন্ত্রী বলেন, ‘লকডাউনে আমরা দেখতে পাচ্ছি সংক্রমণের হার কমছে। গত কয়েকদিনের এই অর্জন আমরা আবার হারাতে চাই না। আমরা চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল (১৭ মে) নয়, লকডাউন শেষ হবে ২৪ মে ভোর ৫টায়।’

এর আগে শুক্রবার (১৪ মে) কেজরিওয়াল বলেন, ‘করোনা সংক্রমণের হার কমেছে, রাজ্যে এখন লকডাউন মানার ধৈর্য হয়তো থাকবে না, এরপর আমাদের লকডাউন বাড়াতে হবে।’

এদিকে ভারতে গত কয়েকদিন ধরে কমেছে করোনা শনাক্তের সংখ্যা। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ১১ হাজার ১৭০ জন। এতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার ৭৭ জনে।

দেশটিতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ২৮৪ জনে।