এপ্রিল থেকে জুন মাসে মূল্যস্ফীতি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : এপ্রিল থেকে জুন মাসে মূল্যস্ফীতি বেড়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী, চতুর্থ প্রান্তিকে (এপ্রিল-জুন) সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টে ভিত্তিতে হয়েছে ৫ দশমিক ৭২ শতাংশ। যা গত অর্থবছরের (২০১৫-১৬) একই সময়ে ছিল ৫ দশমিক ৫৩।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেক-পরবর্তী সভায় বিবিএসের প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তুলনায় চতুর্থ প্রান্তিকে দ্রব্য ও সেবার মূল্য বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি বেড়েছে।

যেসব দ্রব্যের দাম বেড়েছে : খাদ্য আইটেম- চাল, গরুর মাংস, খাসির মাংস, শাক-সবজি, কাঁচা মরিচ, সয়াবিন তেল, চা-পাতা, দুধ ইত্যাদি।

খাদ্য-বহির্ভূত আইটেম- পরিধেয় বস্ত্রাদি, জ্বালানি, বাড়ি ভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালি, চিকিৎসা সেবা, পরিবহন ও শিক্ষা উপকরণ ইত্যাদি।

পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুসারে, গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টে মাসিক ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশে, যা তার আগের অর্থবছরের একই সময় ছিল ৪ দশমিক ৬৬ শতাংশ।

শহরের সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্টে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৬ শতাংশে- যা আগের অর্থবছরে ছিল ৭ দশমিক ১৭ শতাংশ।