এবারের বিপিএলটা দুর্দান্ত কেটেছে তামিমের

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে : এবারের বিপিএলটা দুর্দান্ত কেটেছে তামিম ইকবালের। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই। বিপিএলে নিজের পারফরম্যান্স তাই তামিমকেও তৃপ্তি দিচ্ছে।

চিটাগংয়ের অধিনায়ক তামিম ১৩ ম্যাচে ৪৩.২৭ গড়ে করেছেন ৪৭৬ রান। ফিফটি আছে ৬টি। সর্বোচ্চ ইনিংস ৭৫।

মঙ্গলবার এলিমিনেটরে রাজশাহীর বিপক্ষে খেলেন ৫১ রানের দারুণ ইনিংস। তবে তার দল রাজশাহীর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তৃপ্তির কথা জানালেন তামিম।

‘ব্যক্তিগত পারফর‍ম্যান্সের কথা যদি বলেন আমি খুশি। টুর্নামেন্টে যেভাবে খেলেছি। রান প্রায় ৪০০ (৪৭৬)। এটি অসাধারণ। যে ধরনের ব্যাটিং আমি করেছি ওটা নিয়ে খুশি’- বলেন তামিম।

তবে নিজে ভালো খেলার চেয়ে দলের জয়টাই তামিমের কাছে মুখ্য, ‘নিজে ভালো খেললেও দিন শেষে রানগুলো যদি দলকে জেতাতে সাহায্য না করে এটার কোনো মূল্য নেই। তবে যেভাবে খেলেছি তাতে আমি খুশি। যদি আরো ১০ ভাগ বেশি ভালো করতাম, আজকে আমি আরো একটু ভালো খেললে হয়তো ১০ রান বেশি হতো।’